New Update
/anm-bengali/media/media_files/2025/04/04/QJD78wBhfMApxh04DPNi.jpeg)
File Picture
হরি ঘোষ, মলানদীঘি: দাবানলের মতো জ্বলছে জঙ্গল। সেই ধোঁয়ায় ঢাকছে মলানদীঘি শিবপুরের রাস্তা। ব্যাঘাত ঘটছে যান চলাচলে। দুর্ঘটনার আশঙ্কায় গাড়ির চালক থেকে পথ চলতি মানুষ প্রত্যেকে।
এদিন এই প্রসঙ্গে শেখ জাহিরুল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “সরস্বতীগঞ্জের জঙ্গলে আগুন ধরেছে। জঙ্গলে আগুন ধরার জেরে ধোঁয়ায় ঢেকেছে রাস্তা। ধোঁয়ার জেরে বোঝাও যাচ্ছে না রাস্তার কিছু। নেভানোর জন্য সেইরকম কারোর তৎপরতা নেই”।
/anm-bengali/media/media_files/2025/04/04/vRACsEloJRGwuwvTE1qc.jpeg)
বনদপ্তরের আধিকারিকরা মৌখিকভাবে জানিয়েছেন ফায়ার ব্লোয়ার মেশিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে। সকালের তুলনায় অনেকটাই আগুন নিয়ন্ত্রণ এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us