Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি ফের তপ্ত। শেখ শাহজাহানের পাড়ায় হঠাৎ করেই হাজির সিবিআইয়ের টিম। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে শাহজাহানের বাড়িতে এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। শুধু তাই নয়, আশপাশের প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, দফতরে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগ, জেলে থেকেও অনুগামীদের সাহায্যে এলাকায় প্রভাব বিস্তার চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয়দের অভিযোগ—শুধু প্রভাবই নয়, প্রাণনাশের হুমকিও দিচ্ছেন তাঁর পক্ষের লোকজন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/IjANINDQQZWH7MSL6BZC.jpg)
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শেখ শাহজাহান কারাগারে বন্দি থাকলেও সন্দেশখালিতে তাঁর দাপট অক্ষুণ্ণ। সেই সব অভিযোগের ভিত্তিতেই হঠাৎ এদিন শেখ শাহজাহানের পাড়ায় তদন্তে নামে সিবিআই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us