সেই চিঠির কোনও উত্তর পাইনি, মোদীকে ফের চিঠি লিখে মনোভাব প্রকাশ মল্লিকার্জুন খাড়গের
কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক সম্পর্কে কি হল? জানুন
যদি আপনার সাহস থাকে, মমতার সাহসের প্রশ্ন তুলে এই কাজ করতে বললেন দিলীপ- সকাল সকাল ধামাকা
সন্ত্রাসী দমন- এল বিশাল সাফল্য
এমন একজন মিথ্যাবাদীর জন্ম হয়, যখন দুই লক্ষ মিথ্যাবাদী আর তিন লক্ষ শকুন একসাথে মরে- মুখ্যমন্ত্রীকে চরমতম অপমান বাংলারই এই নেতার- জানুন একবার কে?
মুখ্যমন্ত্রীর সোজা নির্দেশ- সকাল সকাল বিশাল খবর
ধনু রাশির আজকের দিন কেমন যাবে?
বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে?
কেমন যাবে তুলা ও মকর রাশির আজকের দিন?

নিয়োগ দুর্নীতি: সাপ্লিমেন্টারি চার্জশিট দিল CBI! রয়েছে জীবনকৃষ্ণ সাহা

বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গত এপ্রিল মাসে হানা দেন সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে তাঁর যোগসাজশের অভিযোগ পেয়ে এই পদক্ষেপ নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তথ্য প্রমাণও আদালতে পেশ করেন গোয়েন্দারা।

author-image
Anusmita Bhattacharya
New Update
jiban krishna

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে রয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও এজেন্ট সুব্রত সামন্ত রায়ের নাম। মোবাইল পুকুরে ছুড়ে ফেলায় জীবনকৃষ্ণের বিরুদ্ধে আলাদা করে একটা মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন আইনের দু'টি ধারায় মামলা দায়ের করা হয়। জানা গেছে যে সুব্রতর মাধ্যমেই চাকরি-বিক্রির টাকা তোলা হত বলে সিবিআই দাবি করছে। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টাকে কেন্দ্র করেন ২০১ ধারায় মামলা রুজু করেছে সিবিআই। চার্জশিটে সিবিআই দাবি করেছে যে জীবনকৃষ্ণ তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন এবং বহু তথ্য মুছে ফেলেছেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে।