বাঁকুড়ায় কজওয়ের ওপর গাড়ি! আচমকা মাঝপথেই বন্ধ ইঞ্জিন, তারপর যা ঘটল…

কজওয়েতে জল, মারুতি ভ্যান গড়াতে গড়াতে তলিয়ে গেল খালের জলে।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-06-20 at 3.41.10 PM

নিজস্ব সংবাদদাতা: গত দু’দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বাঁকুড়া জেলায় জলবন্দি অবস্থা। টানা বৃষ্টিতে জেলার একাধিক খাল-নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। সেই সঙ্গে একের পর এক রাস্তা ডুবে যাচ্ছে জলের নিচে। মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির দাপট বুধবার দুপুরের পর থেকেই আরও বাড়তে থাকে। এই অবস্থাতেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা।

বাঁকুড়ার রাইপুর থানার অন্তর্গত মটগোদা থেকে হলুদ কানালি হয়ে আখুটা মোড় যাওয়ার রাস্তায় অবস্থিত ক্ষুদে কানালি খালের উপর থাকা কজওয়ে জলের তোড়ে প্রায় ঢাকা পড়ে যায়। বুধবার রাতে, প্রায় একটার সময়, ঝাড়গ্রামের শিলদা থেকে একটি মারুতি ওমনি গাড়ি খাতড়ার দিকে যাচ্ছিল। গাড়িতে চালক ছাড়াও আরও তিনজন যাত্রী ছিলেন। ওই গাড়িটি জলমগ্ন কজওয়ে পেরনোর চেষ্টা করে। কিন্তু মাঝপথেই গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং গাড়ি দুলতে শুরু করে।

তখনই চালক ও যাত্রীরা কোনওরকমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। চোখের সামনেই সেই মারুতি ওমনি গাড়িটি ধীরে ধীরে তলিয়ে যায় খালের গড়িয়ে আসা প্রবল জলের তোড়ে।

bankura canad

খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় রাইপুর থানার পুলিশ। তাঁরা শুরু করেন উদ্ধার কাজ। রাতভর অভিযান চলে খালে তলিয়ে যাওয়া গাড়ির খোঁজে। এখনও পর্যন্ত গাড়ির অবস্থান শনাক্ত করতে কাজ চালাচ্ছে পুলিশ।

জেলার অন্যত্রও একাধিক নদী-খালের জল হু-হু করে বাড়ছে। বাঁকুড়ার অনেক রাস্তায় জল বইছে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে রাতের বেলায় এই ধরনের জলমগ্ন কজওয়ে পেরোতে নিষেধ করা হয়েছে।