ব্যবসায়ীকে কাজে বাধা স্থানীয়দের, উত্তেজনা এলাকায়

উত্তেজনা ছড়াল পলাশডিহা অঞ্চলে।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
৮৭উ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুরের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী পার্থ ব্যানার্জী সরকারের কাছে জমি কিনেছেন ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহায়। যে জমিতে তিনি নির্মাণকার্য শুরু করতে চাইছেন। সেই জমির মধ্যে একটি মন্দির রয়েছে। এলাকার কিছু মানুষ সেই মন্দির সরাতে রাজি নয়। এই নিয়ে উত্তেজনা ছড়ায় পলাশডিহা অঞ্চলে।

gt

সোমবার সকালে ওই ব্যবসায়ীর জমিতে পাঁচিল দেওয়ার চেষ্টা করে স্থানীয় কিছু মানুষ। খবর পেয়ে ওই ব্যবসায়ী পুলিশ ডাকেন। ঘটনাস্থলে ফরিদপুর ফাঁড়ির পুলিশ আসে। 

ব্যবসায়ী পার্থ ব্যানার্জী ওই মন্দিরটি অন্য স্থানে নির্মান করে দিতে চাইছেন, তা সত্বেও স্থানীয়রা বাধা দেওয়ায় তিনি হতাশ। স্থানীয় বাসিন্দারা মন্দিরটি অন্যত্র সরাতে নারাজ। তারা বলছেন মন্দির ওই স্থানেই থাকবে। ৩২ নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মানস রায় জানান যে যিনি সরকারকে টাকা দিয়ে জমি কিনেছেন, তিনি আইনগত ব্যবস্থা নিন।

স্ব

স

স

Add 1