New Update
/anm-bengali/media/media_files/GEMZhc1pSA7d3hSR5yyr.jpg)
নিজস্ব সংবাদদাতা: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে এবার ১২ কেজি সোনার অলঙ্কার পরানো হল কৃষ্ণনগর চাষাপাড়ার বুড়িমাকে। মঙ্গলবার সন্ধে থেকে বুড়ি মাকে অলঙ্কার পরানোর কাজ শুরু হয়েছিল। অলঙ্কারে ভূষিত হতেই বড়মা দেখতে উপছে পড়ে দর্শনার্থীদের ভিড়। কৃষ্ণনগর শক্তিনগর হাই স্কুল প্রাঙ্গনে শক্তিনগর এমএনবি ক্লাবের পরিচালনায় এবছর তাঁরা তৈরি করেছেন বৌদ্ধ মন্দির।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us