১০ ঘন্টা! বাতিল একগুচ্ছ ট্রেন, গরমে চরমে ভোগান্তি

স্টেশনে এসে ট্রেন না পেয়ে অথৈ জলে পড়েছেন নিত্যযাত্রীরা। শক্তিগড়ের যেখানে হাওড়া-ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত সেখানে সকালে থেকে ট্রেনটিকে সরানোর কাজে নামেন রেলের কর্মীরা।

author-image
Pallabi Sanyal
New Update
train cance

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কেউ বা বেরিয়েছেন অফিস যাবেন বলে, কেউ বা বেরিয়েছেন হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু যাবেন কিভাবে? ট্রেন যে বন্ধ। বুধবার রাতে শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যূত হয়েছে ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। যার জেরে ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল। আপ ও ডাউন মিলিয়ে বাতিল ৯টি ট্রেন।  হাওড়ার পাশাপাশি রেল পরিষেবায় প্রভাব পড়েছে শিয়ালদা শাখায়। যারা আগে থেকে কিছু জানতেন না সবচেয়ে বেশি সমস্যায় তারা পড়েছেন। একেই প্রচণ্ড রোদ। তার ওপর সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর তাড়া। স্টেশনে এসে ট্রেন না পেয়ে অথৈ জলে পড়েছেন নিত্যযাত্রীরা।  শক্তিগড়ের যেখানে হাওড়া-ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত সেখানে সকালে থেকে ট্রেনটিকে সরানোর কাজে নেমে পড়েছেন রেলের কর্মীরা। অন্যদিকে, বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। কিছু দূর পাল্লার ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। যে ট্রেন গুলি চলছে তারও গতি মন্থর। ফলে সব মিলিয়ে গরমে চরমে উঠেছে যাত্রীদের ভোগান্তি।