বরযাত্রীর হামলায় মৃত্যু কনে পক্ষের! গুলি করে খুনের অভিযোগ

বরযাত্রীর হামলায় মৃত্যু কনে পক্ষের! গুলি করে খুনের অভিযোগ পরিবারের। তারপরেই থানায় বিক্ষোভ কনে পক্ষের পরিবারের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

 

 

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে বর পক্ষের সাথে কনে পক্ষের হাতাহাতি, ভাঙচুর, মৃত্যু কনে পক্ষের যুবকের, বন্ধ হল বিয়ে। গুলি করে খুন করা হয়েছে অভিযোগ কনে পক্ষের। উত্তপ্ত দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। মৃত যুবকের নাম অতীশ বেদ (১৮)। পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা তিনি। এই ঘটনায় গ্রেফতার ৩। শনিবার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, সেই বিয়ে বাড়িতে বরাকর থেকে বরযাত্রী আসার কিছুক্ষন পর বিয়ে বাড়ির নৃত্যমঞ্চে গান পরিবর্তন করাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়।

গান পরিবর্তন করতে রাজি হয়নি কনে বাড়ির লোকজন। এরপরই শুরু হয় দু'পক্ষের হাতাহাতি। ঠিক এইসময় কনে বাড়ির আত্মীয় অতীশ বেদকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। কনের বাবা জাদুকর বেদ বলেন, "অতীশ বেদ আমাদের বাড়িতে এসেছিলেন। বরযাত্রী আসার পর তার ওপর হামলা চালানো হয়। আমি শুনছি তাকে গুলি করে খুন করা হয়েছে। আমরা শাস্তি চাইছি। এই ঘটনার জন্য মেয়ের বিয়েও বন্ধ হয়েছে"। মামা অবিনাশ বেদ বলেন, "বরযাত্রীর লোকেরা আমাদের ওপর হামলা চালায়। আমার ভাগ্নেকে গুলি করে খুন করা হয়। আমরা দোষীদের শাস্তি চাইছি।" পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।