New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: হাওড়া-জয়নগর এক্সপ্রেসে বিপত্তির ফলে আবার শিরোনামে এল রেল। বীরভূমের রামপুরহাটে হাওড়া-জয়নগর এক্সপ্রেসে ছড়ালো আতঙ্ক। সিগন্যাল ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। পরে এবার পেছনে ফিরে আসে ট্রেনটি। তারপর দীর্ঘক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। যার জেরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ট্রেন থেকে নেমে চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। যার ফলে উত্তেজনা তৈরি হয়। জানা যাচ্ছে, চালক আচমকাই অসুস্থ হয়ে যাওয়ার ফলে এই বিপত্তি তৈরি হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us