নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্যকর ঘটনা। একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার হল ৯টি বোমা। একটি পরিত্যক্ত জায়গায় ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ ও CID-র বম্ব স্কোয়াড।
/anm-bengali/media/media_files/9UO6tintV1yTkbISGmS3.jpg)
বোমাগুলি উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়। পরে অমরপুর এলাকার দামোদর নদের চরে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। কীভাবে এই বিস্ফোরকভর্তি ব্যাগ সেখানে এল, কারা বা কেন রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি। এলাকাজুড়ে এখন চরম উত্তেজনা ও আতঙ্ক। তদন্ত চলছে জোরকদমে।