সবুজ-মেরুন আবেগ মেখে আয়োজিত রক্তদান শিবির

দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাব আয়োজন করল রক্তদান শিবির।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-17 12.38.46 PM

নিজস্ব প্রতিনিধি: শিরায় শিরায় মোহনবাগান, রক্তের বিন্দু বিন্দুতেও সবুজ মেরুনের আবেগ। সেই আবেগকে সামনে রেখেই দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাব আয়োজন করল রক্তদান শিবির। শুধু তাই নয়, সাংবাদিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল। দুর্গাপুরের মাঙ্গলিক হোটেলে উৎসবের আবহে আয়োজিত হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সদস্যরা ছাড়াও শহরের বিশিষ্টজনেরা। এদিন প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার রক্ত সংগ্রহের দায়িত্ব নেয়। এতেই থেমে থাকেনি সবুজ-মেরুনপ্রেমীরা। দুর্গাপুরের ‘মোহনবাগান সরণী’তে পলাশ ও কৃষ্ণচূড়া চারা রোপণের সূচনা হয়।

Screenshot 2025-08-17 12.37.57 PM

পরিকল্পনা নেওয়া হয়েছে গোটা সরণীর দুই পাশে একে একে সবুজের মাঝেই লাল ফুলে ভরে তুলতে রাস্তা। দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের সম্পাদক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় বলেন, "প্রতিবছরই আমাদের এই ধরণের কর্মসূচি হয়। আজও সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ সব মিলিয়ে ফুটবল দিবসকে সমাজের জন্য উৎসর্গ করা হল। মোহনবাগান শুধু ক্লাব নয়, এটি মানুষের আবেগ, এটি সামাজিক দায়িত্বও বহন করে।" সবুজ-মেরুনের পতাকা তাই শুধু মাঠে নয়, সমাজসেবার মঞ্চেও সমান উড়ছে।