/anm-bengali/media/media_files/2025/10/24/blood-donation-2-2025-10-24-15-42-42.png)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় রবীন্দ্রনাথ বাড়ীর ছেলে প্রাঞ্জল বাড়ীর পঞ্চম জন্মদিন উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। প্রাঞ্জলের জন্মদিনে মানুষের রক্তের ঘাটতি মেটানোর জন্য একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় এদিন ৫০ জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। এলাকার মানুষ এই মানবিক উদ্যোগে অংশ নিয়ে নিজেরা আনন্দ অনুভব করেছেন। প্রাঞ্জলের বাবা রবীন্দ্রনাথ বাড়ী এবং মা রিয়া বাড়ী বলেন, “জন্মদিনে এমন একটি সামাজিক কাজ করতে পেরে আমরা অত্যন্ত খুশি। সমস্ত বাবা-মায়ের কাছে আমাদের আবেদন, তারা ও যেন সামাজিক কাজে যুক্ত হন।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/24/blood-donation-2025-10-24-15-43-11.png)
শিবিরের মাধ্যমে এলাকার রক্তের ঘাটতি কিছুটা হলেও মেটানো সম্ভব হয়েছে। স্থানীয়রা এই ধরনের উদ্যোগকে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে এতে অংশ নিতে অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন।
প্রাঞ্জলের জন্মদিন উদযাপন কেবল পারিবারিক আনন্দের জন্য সীমাবদ্ধ না রেখে সমাজসেবার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us