শাসকদলের পতাকা হাতে BLO,নিরপেক্ষ হবে তো ভোটার তালিকা

হাওড়ায় BLO বিতর্ক! তৃণমূল পতাকা হাতে মিছিল, বিধায়কের সঙ্গে হাঁটছেন বুথ লেভেল অফিসার—বিজেপির অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা উমেশ রাই। জানুন বিস্তারিত।

author-image
Tamalika Chakraborty
New Update
TMC hj1.jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের পতাকা হাতে মিছিল করছেন বুথ লেভেল অফিসার! প্রকাশ্যে বিধায়কের সঙ্গে হাঁটছেন, হাতে শাসকদলের পতাকা—এরপরই চরম বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের পর এবার হাওড়াতেও একাধিক বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠে গেল। বিজেপির দাবি, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োজিত বহু BLO আসলে সক্রিয় তৃণমূল কর্মী।

বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি প্রকাশ করে প্রশ্ন তুলেছেন—এরা কীভাবে নিরপেক্ষভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন? তাঁর অভিযোগ, ভোটার লিস্ট আপডেটের মতো স্পর্শকাতর কাজে যারা যুক্ত, তারা যদি প্রকাশ্যে রাজনৈতিক মিছিলে অংশ নেন, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বিপন্ন হবে।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, BLO পদে থাকা ব্যক্তিরা তৃণমূল পতাকা হাতে দলীয় নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন। বিজেপির বক্তব্য, প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। অথচ রাজ্যে BLO নিয়োগ ও কার্যকলাপের ক্ষেত্রে নিরপেক্ষতার মানদণ্ড ধামাচাপা পড়ছে।

election commission  s

এ বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—ভোটের আগে বা রিভিশন চলাকালীন কোনো সরকারি বা আধা–সরকারি কর্মী যদি দলীয় কার্যকলাপে দেখা দেন, তা কতটা শোভন? সোশ্যাল মিডিয়ায় নেওয়া ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল, এবং বিষয়টি ঘিরে উত্তপ্ত হচ্ছে হাওড়ার রাজনৈতিক পরিবেশ।

এদিকে বিশেষজ্ঞদের মত, বুথ লেভেল অফিসাররা ভোটব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ওপর ভোটার তালিকা, নতুন নাম অন্তর্ভুক্তি ও পুরনো নাম যাচাইয়ের দায়িত্ব। তাই তাঁদের নিরপেক্ষতার ওপরেই গণতন্ত্রের ভিত্তি দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে অভিযোগ যদি সত্যি হয়, তবে তা বড় প্রশ্ন তুলে দেয়—ভোটার লিস্টে কী নিরপেক্ষতা বজায় থাকবে?

আগামী দিনে এ বিষয়ে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নেয় কি না, এখন সেদিকেই নজর।