/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতাা: নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় ফের এক বিএলও-র আত্মহত্যা। গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হল ৫১ বছরের রিঙ্কু তরফদারকে। তিনিই বাঙালঝির স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষিকা এবং একই এলাকারই বিএলও। তাঁর ঘর থেকেই মিলেছে একটি হৃদয়বিদারক সুইসাইড নোট, যেখানে নিজের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনের কাজের অতিরিক্ত চাপকেই দায়ী করেছেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
রিঙ্কু লিখে গিয়েছেন—“বিএলও-র কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। আমি সেই চাপ নিতে পারব না। আমার সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে।” চিঠিতে মেয়েদের উদ্দেশে তিনি লিখেছেন বাবার যত্ন নিতে। একইসঙ্গে নিজের মৃত্যুর জন্য পরিবারের কাউকে দায়ী করতে মানা করে গিয়েছেন তিনি। লিখেছেন—“আমার স্বামী, ছেলে-মেয়ে কেউ দায়ী নয়। ওরা আমাকে খুব ভালো রাখে। আমার সংসারে কোনও অভাব নেই। আমি বাঁচতে চাই। কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না।”
রিঙ্কুর পরিবার জানাচ্ছেন, তিনি অনলাইনে বিশেষ দক্ষ ছিলেন না। তবুও তাঁকে বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজের চাপ এবং অনলাইন আপডেটের দায়িত্ব সামলাতে না পেরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিঙ্কু। সেই অসহনীয় চাপই তাঁকে শেষ পর্যন্ত আত্মঘাতী হতে বাধ্য করেছে বলে দাবি পরিবারের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us