/anm-bengali/media/media_files/2025/03/11/KFteJvmYtdk5ri1yxSgc.jpg)
নিজস্ব সংবাদদাতা: কোচবিহারের শীতলকুচিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক BLO–র। মৃতের নাম ললিত অধিকারী। শীতলকুচি বিধানসভার ২০৫ নম্বর বুথের BLO ছিলেন তিনি। বুধবার এনুমারেশন ফর্ম সংগ্রহ করে বাড়ি ফেরার সময়ই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, BLO–দের উপর কমিশন এত চাপ বাড়িয়েছে যে প্রবল মানসিক চাপে তাঁরা কাজ করছেন। তাঁদের দাবি, ললিত অধিকারী হয়তো বাইক চালানোর সময়ও মাথায় ঘুরছিল কমিশনের ডেডলাইনের চিন্তা। সেই মানসিক চাপই তাঁকে অসাবধান করে তোলে, আর তাতেই ঘটে দুর্ঘটনা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল এই দুঃখজনক ঘটনাকেও রাজনীতির রঙ লাগাচ্ছে। তাঁদের বক্তব্য, দুর্ঘটনা দুঃখজনক হলেও এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পরিস্থিতিকে হাতিয়ার করে তৃণমূল ব্লো–দের প্রতি সহানুভূতি দেখানোর ভান করছে বলেও অভিযোগ।
অফিসাররা এখনও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। তবে এই ঘটনার পর BLO–দের নিরাপত্তা, চাপ এবং কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রশাসনিক মহল ও স্থানীয় বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us