/anm-bengali/media/media_files/2025/11/01/arabul-islam-2025-11-01-14-45-55.png)
নিজস্ব সংবাদদাতা: ভোটের আগেই ভাঙড়ে তৃণমূলের রাজনীতি তপ্ত হয়ে উঠল। একই দলের দুই হেভিওয়েট নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ যৌথভাবে সংবাদমাধ্যমের সামনে এসে সরাসরি আক্রমণ করলেন সওকত মোল্লাকে। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে এমন দলীয় সংঘাত রাজনৈতিক মহলে চাঞ্চল্য ফেলেছে।
আরাবুল ও কাইজারের অভিযোগ, ভাঙড়ে অশান্তির মূল কেন্দ্র সওকত মোল্লা। তাঁদের দাবি, এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজত্ব চালাচ্ছেন সওকত। তাঁকে সরিয়ে না দিলে ভাঙড়ে শান্তি ফিরে আসবে না। যৌথ সাংবাদিক বৈঠকে নতুন একটি ভিডিওও সামনে আনেন কাইজার, যেখানে তাঁর দাবি অনুযায়ী, সওকতের অনুগামীরা তাঁর অফিসে হামলা চালিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/01/kaizar-ahmed-2025-11-01-14-46-57.png)
এদিকে এই গুরুতর অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সওকত মোল্লার পক্ষ থেকে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের মুখে এমন প্রকাশ্য কলহ তৃণমূলের জন্য বড় মাথাব্যথার কারণ হবে। ভাঙড় বরাবরই উত্তেজনাপ্রবণ এলাকা। সেখানে দলের অন্দরের এমন বিস্ফোরণ পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলতে পারে বলে আশঙ্কা।
এখন নজর সওকত মোল্লার দিকে— তিনি কী বলেন, এবং দল কী সিদ্ধান্ত নেয়, তা দেখার। তৃণমূল শিবিরে এই সংঘাতের জেরে বিরোধীরা ইতিমধ্যেই আক্রমণাত্মক সুর নিচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us