মমতা-অভিষেকের কোমড়ে দড়ি! জেলের বাইরে পার্থ-জ্যোতিপ্রিয়!

হচ্ছে টা কী! জেলের বাইরে পার্থ চট্টোপাধ্যায়-জ্য়োতিপ্রিয় মল্লিক! মোকড়ে দড়ি মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! সঙ্গে সিবিআই! রাজ্যে বেনজির ঘটনা।

author-image
Pallabi Sanyal
New Update
aaa

হরি ঘোষ, দুর্গাপুর :  শহরের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়! আর তাদের কোমরে দড়ি বেঁধে মিছিলে হাঁটালো বিজেপি! সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীও। তবে পুরোটাই ছিল প্রতীকী। রাজ্যের পাশপাশি দুর্গাপুর নগর নিগমেও আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত এই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে বিজেপি। তুমুল বিক্ষোভ সামাল দিতে পৌঁছোয় দুর্গাপুর থানার পুলিশ। বর্ধমান সাংগঠনিক  জেলা বিজেপির এই প্রতিবাদ মিছিলে পা মেলান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক। দুর্গাপুরের গান্ধী মোড়  থেকে শুরু হয় মিছিলটি। দুর্গাপুর নগর নিগমে সামনে বিক্ষোভ শুরু করে। অভিযোগ তোলেন দুর্গাপুর নগমের নিগমের বর্জ্য বাহি গাড়ি থেকে তেল চুরি থেকে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের সাথে জনপ্রতিনিধিরা। যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এই দাবিও তুলতে দেখা যায়। পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দাবিতে সরব হয় তারা।  দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় বিজেপি নেতৃত্ব।