/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: উলুবেড়িয়ায় মেডিক্যালে কর্মরত এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এই ঘটনার পরে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হোমগার্ডসহ অভিযুক্তের ভাগ্নেকে। মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে তিনজন।
আজ হাওড়ার রানিহাটিতে বিজেপি জেলা কার্যালয় থেকে এসপি অফিসের দিকে একটি কর্মসূচি পালন করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড দিয়ে রেখেছে। কিন্তু বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করেন। কেউ কেউ ব্যারিকেডের উপরে উঠে যান এবং স্লোগান দিতে থাকেন। এ সময় মাইকিং চলতে থাকে, পুলিশ বারবার ঘোষণা করে যে এই অভিযানকে তারা অনুমোদন দেয়নি এবং কোনও অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/22/bjp-protest-2025-10-22-16-48-44.png)
পরবর্তীতে, কয়েকজন বিজেপি কর্মী ব্যারিকেডের উপরে উঠে পতাকা নাড়াতে শুরু করলে র্যাফ তাদের আটকায়। এরপর র্যাফের সঙ্গে কয়েকদফা ধস্তাধস্তি হয়। পুরো পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত ও বিশৃঙ্খল হয়ে ওঠে। মাটিতে বসে একজন কর্মী বলেন, “এই অভিযানের সময় আমাদের দু’একজন আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি। আমাদের বিরোধী দলনেতা খুব শীঘ্রই উপস্থিত হবেন। আমাদের চিকিৎসক বোনকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, আমরা তার প্রতিবাদ চালিয়ে যাব।”
স্থানীয় সূত্র জানিয়েছে, এই ঘটনা এবং এর প্রতিবাদে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এবং র্যাফ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। এ ঘটনায় রাজ্যের রাজনৈতিক তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us