/anm-bengali/media/media_files/7hPVIXfJX12zK0VRqsNS.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলেন, "মহিলাদের নিয়ে রাজনীতিই শুধু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চম্পলা সর্দার, ফেলিনি বসাক, তাপসী মালিক ছিলেন মমতার রাজনীতির ঘুঁটি। জিতে আসার পরে তিনি সবাইকে ভুলে গিয়েছেন। ক্ষমতায় এসে আবার মহিলাদের নিয়ে রাজনীতি করছেন। মহিলাদের উপর নির্যাতন হলেই উনি বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বাংলায় মহিলাদের সুরক্ষা দিতে উনি ব্যর্থ। মুখ্যমন্ত্রী ব্যর্থ গণপিটুনি আটকাতে। একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। রাজ্যের মানুষ পুলিশের উপর ভরসা হারিয়েছে। এর দায় পুলিশ মন্ত্রীর। উনি সবার সামনে বারবার বলেন পুলিশ কোনও কাজ করছে না পুলিশকে ধমকান। তাহলে সাধারণ মানুষের পুলিশের উপর আস্থা থাকবে কেন? পরিস্থিতি খারাপের দিকে একারণেই এগিয়ে চলেছে।"
/anm-bengali/media/media_files/offXQ6JfVPsxWe8CkbII.jpg)
মহিলাদের নিয়ে রাজনীতিই শুধু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চম্পলা সর্দার, ফেলিনি বসাক, তাপসী মালিক ছিলেন মমতার রাজনীতির ঘুঁটি। জিতে আসার পরে তিনি সবাইকে ভুলে গিয়েছেন।
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 3, 2024
ক্ষমতায় এসে আবার মহিলাদের নিয়ে রাজনীতি করছেন। মহিলাদের উপর নির্যাতন হলেই উনি বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা… pic.twitter.com/QW0DYG9HDH
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)