বাজির আগুনে ছাই BJP নেতার কাকার বাড়ি, আগুন নেভাতে ছুটে এল তৃণমূল

বাজির আগুনে বিজেপি নেতার আত্মীয়ের বাড়িতে আগুন, নেভাতে উদ্যোত হলেন তৃণমূল ও বিজেপি কর্মীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
Fire


নিজস্ব সংবাদদাতা: দীপাবলির রাতে বাজির দাপটেই ভয়াবহ অগ্নিকাণ্ড খানাকুলে। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বাজি পোড়ানোর জেরে একের পর এক বিপত্তি। শনিবার রাতে খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেনাপুকুর এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে গেল বিজেপি নেতার কাকার বাড়ি। আগুন নেভাতে ছুটে এলেন তৃণমূলের কর্মীরাও। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেব সাঁতরার বাড়ির কাছেই বাজি পোড়াচ্ছিল কয়েকজন বাচ্চা। আচমকাই সেই বাজি থেকে উড়ে যাওয়া আগুন গিয়ে পড়ে বাড়ির খড়ের ছাউনি-ঢাকা ছাদের উপর। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে পুরো ঘর। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও পাঁচটি বাড়িতেও। আগুনের লেলিহান শিখা এমন ভয়াবহ রূপ নেয় যে, এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Fire

স্থানীয় বাসিন্দারা প্রথমেই আগুন নেভাতে উদ্যোগী হন। পরে ঘটনাস্থলে পৌঁছান খানাকুল ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য নূর নবী মণ্ডল। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষও। দুই পক্ষের কর্মীরাই একযোগে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক অনুমান, বাজির ফুলঝুরির আগুন থেকেই দুর্ঘটনা। তবে সৌভাগ্যবশত বড়সড় প্রাণহানি হয়নি। আগুন দেখে আতঙ্কে দু’জনের প্যানিক অ্যাটাক হয়, আরও দু’জন আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের নূর নবী মণ্ডল বলেন, “বাড়িটির ছাউনি খড়ের ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই। আগুন যাতে পাশের বাড়িতে না ছড়ায়, সেই চেষ্টা করি। পুলিশও এসে সহায়তা করেছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা সব বাড়ি পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে যাতে বাজির কারণে ফের কোনও দুর্ঘটনা না ঘটে। দীপাবলির রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কে এলাকা জুড়ে শোকের ছায়া।