/anm-bengali/media/media_files/FX80V6xgAkPW9Etks3D9.jpg)
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে শাহজাহানের গ্যাংয়ের বিরুদ্ধে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে। এই প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, "পশ্চিমবঙ্গে নারীরা নির্যাতনের শিকার। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে এড়িয়ে যেতে পারবেন না। তিনিও এর সঙ্গে জড়িত। তাঁর নিষ্ক্রিয়তার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। বেশ কিছু হিন্দু মহিলা, যাঁদের বেশিরভাগই এসসি/এসটি সম্প্রদায়ের, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং অপরাধী শাহজাহান শেখ এবং তার লোকেরা কীভাবে কীভাবে নির্যাতিত হচ্ছেন। অল্পবয়সী মেয়েদের এবং নববিবাহিত মহিলাদেরকে নিয়ে যেত এবং তাদের কয়েকদিন ধরে আটকে রাখত গুণ্ডাবাহিনী। তাঁরা সেই ভয়াবহ কাহিনী বর্ণনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে ধন্যবাদ, বহু কোটি রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত শেখ শাহজাহান এখনও পলাতক। ইডি আধিকারিকদের উপর খুনের হামলা চালানোর এক মাস পরেও শাহজাহানের দলের লোকেদের পুলিশ ধরতে পারছে না। কলকাতা হাইকোর্ট সম্প্রতি নির্দেশ করেছে যে মহিলা বন্দিরা হেফাজতে থাকাকালীন গর্ভবতী হচ্ছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে ১৯৬ জনের মতো শিশু অবস্থান করছে। অ্যামিকাস কিউরির কৌঁসুলি পরামর্শ দিয়েছেন মহিলা সংশোধানারের কক্ষে পুরুষ কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এই পুরুষ কর্মীদের অধিকাংশই ক্ষমতাসীন টিএমসি-র প্রতি আনুগত্য প্রকাশ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল সিরাজ-উদ-দৌলার অন্ধকার দিনগুলির দিকে একটি নিক্ষেপ করছে। যখন নারীরা দায়মুক্তির সঙ্গে শোষিত হয়েছিল। "
Women are under assault in West Bengal. It is no more a case of Mamata Banerjee looking the other way. She is complicit. By her inaction…
— Amit Malviya (@amitmalviya) February 11, 2024
Several Hindu women, mostly from the SC/ST communities, have recounted horror tales of how Mamata Banerjee’s close aide and criminal… pic.twitter.com/GBaI97hLq9
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us