নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ইস বার, ৪০০ পার' স্লোগান সম্পর্কে, এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেছেন, "রাজনৈতিক পরিসরে দলীয় কর্মীদের উৎসাহ বাড়ানোর জন্য এই কথাগুলো বলা খুব দরকার। আমরাও গান গেয়েছি।
/anm-bengali/media/media_files/papiya4.jpg)
আমরাও স্লোগান দিয়েছি। এই সম্পর্কে আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতে হবে।
/anm-bengali/media/media_files/papiya1.jpg)
কিন্তু লক্ষ্য করে দেখবেন, ওড়িশায় এবার বিজেপিই কিন্তু সরকার গঠন করতে চলেছে। সেরকম দক্ষিণেও আমরা বেশ কিছু ভোট পেয়েছি।"
/anm-bengali/media/post_attachments/aebba0ac7d36125b16c75d723568231f77bcdba35d078699af6fc1a31d4371ac.webp)