New Update
/anm-bengali/media/media_files/9y9LOBqIDuuMlh045UmD.jpg)
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি টুইটারে বলেন, "কারখানা দেখলেই তৃণমূল নেতাদের চোখ চকচক করে ওঠে। কারখানা থেকে তোলা আদায় করে। আর মালিকদের অন্যায়ের সঙ্গে থেকে শ্রমিকদের ঠকায়। সিপিএমের পথেই চলেছে তৃণমূল।এই কারখানা আমার বিধানসভার মধ্যে। কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ করতে চাইছে। কারখানা বন্ধ হওয়ার বিরুদ্ধে সাধারণ মানুষ পথে।"
কারখানা দেখলেই তৃণমূল নেতাদের চোখ চকচক করে ওঠে। কারখানা থেকে তোলা আদায় করে। আর মালিকদের অন্যায়ের সঙ্গে থেকে শ্রমিকদের ঠকায়। সিপিএমের পথেই চলেছে তৃণমূল।
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) February 5, 2024
এই কারখানা আমার বিধানসভার মধ্যে। কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ করতে চাইছে। কারখানা বন্ধ হওয়ার বিরুদ্ধে সাধারণ মানুষ পথে https://t.co/Rr87KzsGuE
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us