/anm-bengali/media/media_files/gmMTCQKa0i5juMvMxHDY.jpg)
নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালি ঘটনাকে নিয়ে ফের একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেন, "গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শেখ শাহজাহানকে সমর্থন করে মন্তব্য পেশ করেন। বৃহস্পতিবার তিনি ধর্ষণের শিকার নারীদের অপমান করেছিলেন। এই ধরনের ঘটনা বোঝায় পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ কাজ করছে। এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ ৪০ দিন পেরিয়ে গেলেও শাহজাহান শেখ এখনও পলাতক। বাংলার পুলিশ তাকে গ্রেপ্তার করতে কিছুই করেনি। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান শেখকে রক্ষা করছেন এবং সন্দেশখালির দরিদ্র প্রান্তিক নারীদের যৌন শোষণ নিয়ে তাঁর কোনও হেলদোল নেই। এর চেয়ে বেদনাদায়ক পরিস্থিতি আর কিছুই হতে পারে না।"
Yesterday, Mamata Banerjee took to the floor of Assembly and defended Shahjahan Sheikh, maligned the women, who have been raped… She was remorseless. This kind of depravity is the death knell for democracy in West Bengal.
— Amit Malviya (@amitmalviya) February 16, 2024
The CM, by her intervention, has prejudiced the police.… pic.twitter.com/1MgCGWczqL
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us