দুর্নীতির মূল্য চোকাতে হচ্ছে প্রাণ দিয়ে, বিস্ফোরক অগ্নিমিত্রা পাল

গার্ডেন রিচের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "ঘটনার দায় নিক আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম। র্নীতি এতটা গভীরে চলে গিয়েছে, মানুষকে তাঁদের জীবন দিয়ে মূল্য চোকাতে হচ্ছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
agnimitra paul dfh.jpg

নিজস্ব সংবাদদাতা: গার্ডেন রিচে নির্মীয়মাণ বহুতল ধসে পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখালেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "ঘটনার দায় নিক আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম। ১২ বছর ধরে একটা ভবন কীভাবে নির্মীয়াণ থাকে। দুর্নীতি এতটা গভীরে চলে গিয়েছে, মানুষকে তাঁদের জীবন দিয়ে মূল্য চোকাতে হচ্ছে।" 

arvind agnimitrass.jpg

bjp agnimitara.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg