"রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের ওপর এ কেমন অপমান?" — বাংলায় হিন্দু সংস্কৃতি আজ কি আক্রান্ত?

"ভারতমাতা-র স্রষ্টার ঘর ভাঙা হলো!" — শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ায় বিজেপির তীব্র আক্রমণ মমতা সরকারকে!

author-image
Tamalika Chakraborty
New Update
abanindranath thakur


নিজস্ব সংবাদদাতা: শান্তিনিকেতনে বিশিষ্ট চিত্রশিল্পী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে।

abani thakur

বিজেপির অভিযোগ,"এটা শুধু একটা বাড়ি ভাঙা নয়, এটা বাংলার ইতিহাস, ঐতিহ্য আর হিন্দু সাংস্কৃতিক পরিচয়ের উপর সরাসরি আঘাত!" এই বাড়িটি অবনীন্দ্রনাথের ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর কিনেছিলেন। বহু বছর ধরে সেখানে অবনীন্দ্রনাথ নিজেও থাকতেন। এলাকার নামই হয়ে যায় "অবণপল্লি"।

কিন্তু সেই ঐতিহাসিক বাড়ি এখন আর নেই — গুঁড়িয়ে দেওয়া হয়েছে।