New Update
/anm-bengali/media/media_files/67bGrTbd5vBXaoCmW1FR.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর স্টেশন বাজারে অবস্থিত একটি নামী রেডিমেড কাপড়ের দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শনিবার গভীর রাতে ছাদের গ্রিল কেটে ঢোকে দুষ্কৃতির দল। দোকানের ক্যাশ কাউন্টার থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে পালায় বলে জানায় দোকান মালিক। দোকান মালিক আরো জানান,সিসিটিভি আছে কিন্তু যেহেতু কাপড়ের দোকান অগ্নিসংযোগের আশঙ্কায় রাতে তা বন্ধ করে দেওয়া হয়। তিনি আরো জানান যে প্রায় চার লক্ষ টাকা লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতির দল ।ঘটনা খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ । গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর মুখে এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে গোটা স্টেশন বাজার জুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us