New Update
/anm-bengali/media/media_files/4UPiIXzqWNAmfdverm78.jpg)
নিজস্ব সংবাদদাতা: বেলডাঙায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে। এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার এবং এক অতিরিক্ত পুলিশ অফিসারকে। নিরাপত্তা জোরদার করতে পাঠানো হয়েছে প্রায় আড়াইশো RAF সদস্য। সঙ্গে রয়েছেন প্রায় ১০০ জন অফিসার, যাঁদের মধ্যে আছেন DSP, ইনস্পেক্টর এবং সাব-ইনস্পেক্টর পদমর্যাদার বহু অফিসার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/g22jUiqQ0aRnfZ5wDj7h.jpg)
এতেই শেষ নয়। এলাকায় আরও মোতায়েন করা হয়েছে প্রায় ১০০ জন কনস্টেবল। গোটা বেলডাঙাকে নজরদারির চাদরে ঢেকে ফেলেছে পুলিশ। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us