কী ঘটছে বেলডাঙায়? রাতারাতি মোতায়েন আড়াইশো RAF, ঢুকল অতিরিক্ত পুলিশ বাহিনী

বেলডাঙায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন আড়াইশো RAF, ১০০ অফিসার ও আরও ১০০ কনস্টেবল। পাঠানো হল অতিরিক্ত পুলিশ সুপারও। কড়া নজরদারিতে এলাকা।

author-image
Tamalika Chakraborty
New Update
traffic-high-security-noplate-checking.jpg

নিজস্ব সংবাদদাতা: বেলডাঙায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে। এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার এবং এক অতিরিক্ত পুলিশ অফিসারকে। নিরাপত্তা জোরদার করতে পাঠানো হয়েছে প্রায় আড়াইশো RAF সদস্য। সঙ্গে রয়েছেন প্রায় ১০০ জন অফিসার, যাঁদের মধ্যে আছেন DSP, ইনস্পেক্টর এবং সাব-ইনস্পেক্টর পদমর্যাদার বহু অফিসার।

humayun kabir .jpg

এতেই শেষ নয়। এলাকায় আরও মোতায়েন করা হয়েছে প্রায় ১০০ জন কনস্টেবল। গোটা বেলডাঙাকে নজরদারির চাদরে ঢেকে ফেলেছে পুলিশ। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে।