নদিয়ায় ব্যতিক্রমী লক্ষ্মী পুজো! ছয় বছরের মেয়েকেই দেবী রূপে পূজা করলেন শিক্ষক দম্পতি

নদিয়ায় নিজের ছয় বছরের মেয়েকে লক্ষী দেবী রূপে পূজা করলেন শিক্ষক।

author-image
Tamalika Chakraborty
New Update
bengal teacher

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এক শিক্ষক ও তাঁর স্ত্রী এক অনন্য বার্তা দিলেন সমাজকে। কন্যা সন্তানের প্রতি সম্মান ও নারী-শিশুর ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে, তাঁরা নিজের ছয় বছরের মেয়েকে লক্ষ্মীদেবী হিসেবে পুজো করলেন।

সোমবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে এই ঘটনা ঘটেছে নদিয়ার মজদিয়া এলাকায়, কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত। শিক্ষক অর্জুন বাগচি এবং তাঁর স্ত্রী ঝুমা বাগচি তাদের মেয়ে অনন্যাকে দেবী লক্ষ্মী রূপে সাজিয়ে পুজো দেন — কিন্তু এই পুজোর লক্ষ্য ছিল শুধু ধর্মীয় নয়, বরং সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা।

dva

অর্জুন বাগচি বলেন, “আমাদের মেয়ের মধ্যেই আমরা দেবী লক্ষ্মীকে দেখি। সমাজ যদি প্রতিটি মেয়েকে এভাবে শ্রদ্ধা করতে শেখে, তাহলে এমন নৃশংস অপরাধ আর ঘটবে না।” এই প্রতীকী উদ্যোগ এসেছে এমন এক সময়, যখন রাজ্যজুড়ে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনাগুলো জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। বিশেষ করে গত বছর কলকাতার আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছিল।

অর্জুন ও ঝুমার এই ব্যতিক্রমী পুজো তাই শুধু ধর্মীয় আচার নয় — বরং একটি প্রতিবাদ, একটি আশা, এবং সমাজকে জাগানোর বার্তা।