একাদশীর সকালে রক্তাক্ত দেহ, পাশে পড়ে মদের বোতল—বারুইপুরে রহস্যজনক খুন

একাদশীর দিন সকালেই রাস্তার ধারে যুবকের নলিকাটা দেহ উদ্ধার।

author-image
Tamalika Chakraborty
New Update
dead


নিজস্ব সংবাদদাতা: পুজোর আনন্দ শেষ হতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘটল এক চাঞ্চল্যকর খুন। শুক্রবার ভোরে রাস্তায় পড়ে থাকতে দেখা গেল এক যুবকের রক্তাক্ত দেহ। তার গলায় গভীর ক্ষতচিহ্ন, সেখান থেকেই রক্ত ঝরছিল।

ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনি এলাকায় কাঠের ব্রিজের কাছেই। সকাল সকাল পথচারীরা দেহটি দেখতে পান। দৃশ্য দেখে আতঙ্কে শিউরে ওঠেন অনেকে। দেহের পাশেই পাওয়া যায় একটি মদের বোতল।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

এলাকার মানুষ জানাচ্ছেন, সন্ধ্যা নামলেই এই রাস্তায় বসে মদের আড্ডা। তাঁদের অভিযোগ, বাইরের লোকজন এসে এই আড্ডায় যোগ দেয়। সেই কারণেই এলাকায় অপরাধের ঘটনা বাড়ছে। তাঁদের দাবি—এখনই এই মদের আড্ডা বন্ধ করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটবে।

মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা কেউই তাকে চিনতে পারছেন না। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। একই সঙ্গে পুলিশ খতিয়ে দেখছে কীভাবে এই খুন ঘটল এবং এর সঙ্গে কারা জড়িত।

এখন গ্রামজুড়ে শুধু একটাই প্রশ্ন—কে এই যুবক, কেনই বা তার গলা কেটে খুন করা হল?