New Update
/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলে দেওয়া যায় না—এমনই মন্তব্য উঠে এল এক প্রশাসনিক আলোচনার প্রসঙ্গে। বলা হয়েছে, পাকিস্তানের সরকারি ভাষা উর্দু, তাই অনেকে উর্দুতেও কথা বলেন। ভাষা কোনও দেশের পরিচয়ের একমাত্র চিহ্ন নয়। যে গর্ভবতী মহিলাকে সম্প্রতি নিয়ে আসা হয়েছে, তার পরিবারের অনেক সদস্যই বাংলাদেশে থাকেন—এই তথ্যও উঠে এসেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069635.jpg)
এছাড়াও রাজ্যের পুলিশকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করে বলা হয় যে অতিরিক্ত ভীতু হয়ে চললে হবে না। মারধর নয়, বরং প্রো-অ্যাকটিভ হয়ে কাজ করা জরুরি। সীমান্ত দিয়ে নিত্যদিন প্রচুর অবৈধ লেনদেন চলছে, অথচ তাতে যথেষ্ট নজরদারি নেই বলে অভিযোগ। সমালোচনার আড়ালে অনেকেই লাভবান হন, আর দোষ চাপিয়ে দেওয়া হয় অন্যের ঘাড়ে—এমন মন্তব্যও করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us