নিজস্ব সংবাদদাতা: বাগদার ভোটার তালিকায় ‘বাংলাদেশি’ নাগরিকের নাম! বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল ফেলে দিল বিজেপি। বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাসের দাবি, বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের নলদুগারি নিচুপাড়া এলাকার ভোটার তালিকায় সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদারের নাম রয়েছে। অথচ ওই দম্পতি বর্তমানে বাস করেন বাংলাদেশে, এমনকি তাদের নাম বাংলাদেশ সরকারের যশোর জেলার বেনাপোল এলাকার ভোটার তালিকাতেও রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করে বিজেপি নেতৃত্ব।
শুধু তাই নয়, এই অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে মেনে নিয়েছেন সোহরাব তরফদারের বৌমা। তিনি স্বীকার করেছেন, তাঁর শ্বশুর ও শাশুড়ি দু’জনেই বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন এবং আগে সেখানে থেকেই অবৈধভাবে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব স্থানীয় বিডিওর কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তদের নাম ভোটার তালিকা থেকে অবিলম্বে মুছে ফেলার দাবি জানিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/25/k4XuYv56TAsfRUvQq0dy.jpg)
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে ভুয়ো ভোটার চিহ্নিত করার প্রক্রিয়া চলছে, সেখানে এই ধরনের ঘটনা প্রশ্ন তুলছে প্রশাসনের তৎপরতা ও স্বচ্ছতা নিয়ে। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর কথাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছে তৃণমূলের ‘ভোটার ম্যানেজমেন্ট’।
তবে তৃণমূল কংগ্রেসের বাগদা পশ্চিম ব্লক সভাপতি জানিয়েছেন, যদি এমন কোনও অভিযোগ থাকে, তাহলে তা প্রশাসনের কাছে খতিয়ে দেখা হবে। তাঁর মতে, ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় কোথাও কোনও ভুল হয়ে থাকলে সংশ্লিষ্ট আধিকারিকরা তা দেখবেন।
তবে বিজেপি প্রশ্ন তুলেছে, যাঁরা বর্তমানে ভারতের বাসিন্দাও নন, তাঁরা কীভাবে বছরের পর বছর ধরে ভারতীয় ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়ে রইলেন? কীভাবে পাসপোর্ট, আধার কিংবা অন্যান্য সরকারি পরিচয়পত্র পেলেন?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us