/anm-bengali/media/media_files/2025/07/11/whatsapp-image-2025-07-11-14-15-58.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের যদুপুর গ্রামে নদীপাড়ের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি ভগ্নদশায় ছিল। তবে সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টিতে শীলাবতী নদীর জল বেড়ে রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। নদীপাড়ে থাকা রাস্তাটির বাঁধ ভেঙে গিয়ে এখন চলাচলই কার্যত বন্ধ।
এই অবস্থায় প্রশাসনিক প্রতিনিধি ও দপ্তরের আধিকারিকেরা এলাকাবাসীর দাবির মুখে রাস্তাটি পরিদর্শনে যান। আর সেখানেই চোখে পড়ে অব্যবস্থার নগ্ন চিত্র। রাস্তায় হাঁটা তো দূরের কথা, পা রাখাই মুশকিল। পঞ্চায়েত সদস্যদের একজন রীতিমতো জুতো হাতে নিয়েই ফিরলেন বাড়ি। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সেচ কর্মাধ্যক্ষ ও অন্যান্য আধিকারিকেরা কাদা-জলে টলোমলো পায়ে কোনওরকমে ফিরে আসেন। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুভাষীস বেরা তো সেই রাস্তা দিয়ে আর ফিরলেনই না, ঘুরপথে বেরিয়ে যান এলাকা থেকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/11/chandrakna-road-2025-07-11-13-56-24.jpg)
এই চিত্র সামনে আসতেই এলাকাবাসীর ক্ষোভ আরও উগরে পড়েছে। তাঁদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। নদী-সংলগ্ন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল থাকায় স্কুলপড়ুয়া, কৃষিজীবী, রোগী—সবার চলাফেরা কার্যত থমকে গিয়েছে।
যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েত সমিতির সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশ্বাস দিয়েছেন, খুব দ্রুত রাস্তার মেরামতির কাজ শুরু হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মানুষের মনে এখন বড় প্রশ্ন—প্রশাসনের হুঁশ আসবে কবে?
\
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us