/anm-bengali/media/media_files/2025/08/01/whatsapp-i-2025-08-01-18-08-28.jpeg)
নিজস্ব সংবাদদাতা: চলন্ত ট্রেনেই শুরু হল প্রসব যন্ত্রণা। এরপর আর দেরি না করে সুপারফাস্ট এক্সপ্রেসেই জন্ম দিলেন কন্যাসন্তান! মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় রেল ও যাত্রীরা। রুদ্ধশ্বাস এই ঘটনাটি ঘটেছে গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে।
জানা গেছে, বেঙ্গালুরু থেকে আসামের বাড়ির উদ্দেশ্যে ওই গর্ভবতী মহিলাকে নিয়ে যাত্রা করছিলেন তাঁর ভাই। আচমকাই ট্রেনের মধ্যে প্রসব যন্ত্রণা শুরু হয়। সহযাত্রীরা তৎক্ষণাৎ বিষয়টি জানিয়ে দেন ট্রেন টিকিট ইন্সপেক্টরকে (টিটিআই)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/whatsapp-im-2025-08-01-15-16-31.jpeg)
ঘটনার গুরুত্ব বুঝে ট্রেনচালক সিদ্ধান্ত নেন—আরও বিপদের আশঙ্কা এড়াতে ট্রেনটি বেলদা স্টেশনে থামানো হবে। দ্রুত যোগাযোগ করা হয় রেল পুলিশ ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। বেলদা স্টেশনে পৌঁছেই মায়ের শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে, রেল পুলিশের সহযোগিতায় মা ও সদ্যোজাত কন্যাকে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।
বর্তমানে মা ও নবজাতিকা—দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। প্রসূতির পরিবার রেল কর্তৃপক্ষ ও সহযাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ঘটনায় আবার প্রমাণিত হল—মানবিকতা এখনও বেঁচে আছে, আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us