ট্রেনে হঠাৎ চিৎকার, তারপর আনন্দধ্বনি— পুরী-জয়নগর এক্সপ্রেসে জন্ম কন্যাশিশুর

পুরী-জয়নগর এক্সপ্রেসে রেলের কোলে জন্ম নিল এক কন্যাশিশু। হিজলি স্টেশনের কাছে ট্রেনেই প্রসব বেদনা, যাত্রীদের সহায়তায় নিরাপদ প্রসব। মা ও শিশু দু’জনেই সুস্থ, খড়গপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-11-07 at 2.24.06 PM

নিজস্ব সংবাদদাতা: রেলপথে এক অনন্য মুহূর্ত। বৃহস্পতিবার রাতের আকাশে যখন চারদিক নিস্তব্ধ, ঠিক তখনই পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেসে জন্ম নিল এক নতুন জীবন। রাত প্রায় ১০টা নাগাদ, ট্রেন যখন হিজলি স্টেশনে ঢোকার মুখে— সেখানেই এক গর্ভবতী মহিলা কন্যাশিশুর জন্ম দেন। আনন্দে ভরে ওঠে গোটা কামরা।

রেল সূত্রে খবর, নবজাতকের মা বিহারের দরভাঙ্গা জেলার হাতৌরি গ্রামের বাসিন্দা রানি কুমারী। তিনি ওড়িশার কটক থেকে তাঁর শ্বাশুড়ির সঙ্গে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পুরী-জয়নগর এক্সপ্রেসে (গাড়ি সংখ্যা ১৮৪১৯)। কিন্তু যাত্রাপথেই ঘটে যায় জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত।

খড়গপুর রেল ডিভিশনের অন্তর্গত হিজলি স্টেশনে ঢোকার কিছুক্ষণ আগেই হঠাৎ প্রসব বেদনা ওঠে রানি কুমারীর। কামরার অন্যান্য যাত্রীরা দ্রুত সাহায্যে এগিয়ে আসেন। রেলের টিটিই ঘটনাটি রেল কর্তৃপক্ষকে জানান। মুহূর্তেই সতর্কতা জারি হয়।

train new born baby

খড়গপুর রেল হাসপাতাল থেকে এক মেডিক্যাল টিম দ্রুত হিজলি স্টেশনে পৌঁছে যায়। সেখানেই মা ও নবজাতককে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা ও শিশুটি দু’জনেই সম্পূর্ণ সুস্থ।

খড়গপুর রেলওয়ে হাসপাতালের তরফে জানানো হয়েছে, “মা ও সন্তান দুজনেই নিরাপদে আছেন। হাসপাতালেই তাঁদের দেখভাল ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

এই খবর ছড়িয়ে পড়তেই রেলযাত্রীদের মধ্যে খুশির হাওয়া। অনেকেই বলেন, “রেলের কোলে জন্ম নেওয়া এই শিশু যেন সৌভাগ্য বয়ে আনে ভারতীয় রেলের জন্য।” কামরার যাত্রীরা নতুন জীবনের আগমন উদযাপন করেন করতালিতে। কেউ কেউ ভিডিও করে মুহূর্তটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।