/anm-bengali/media/media_files/2024/11/27/1000111780.jpg)
নিজস্ব সংবাদদাতা: হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনও অসাংবিধানিক কাজ করছেন না। তাঁর কথায়, হাইকোর্টও বলে দিয়েছে তিনি আইনভঙ্গ করেননি। তিনি জানান, যখন তাঁরা বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন, তখন একদল মানুষ রাম মন্দির বানাতে যায়, কিন্তু তাঁদের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয়নি।
হুমায়ুন দাবি করেন, তাঁর মাথার দাম এক কোটি টাকা ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, কেউ যদি মনে করে উত্তর প্রদেশ বা মধ্য প্রদেশ থেকে এসে ইট খুলে দেবে, তাহলে ভুল করবে। কেউ হুমায়ুনের কেশাগ্র স্পর্শও করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/g22jUiqQ0aRnfZ5wDj7h.jpg)
অনেক টানাপোড়েনের পরও হুমায়ুন তাঁর সিদ্ধান্তে অটল থেকেছেন। অবশেষে মুর্শিদাবাদের বেলডাঙায় প্রতিষ্ঠা করা হল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। মঞ্চে উপস্থিত অতিথিরা ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একে অপরকে কোলাকুলি করেন। হুমায়ুনের মুখে তখনও ছিল চওড়া হাসি।
সকাল থেকেই অনুষ্ঠানস্থলে চলে প্রস্তুতি। প্রচুর পুলিশ বাহিনী ও RAF মোতায়েন ছিল। সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাতে থাকেন বেলডাঙার সভাস্থলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us