/anm-bengali/media/media_files/g22jUiqQ0aRnfZ5wDj7h.jpg)
নিজস্ব সংবাদদাতা: বেলডাঙার মঞ্চ থেকে হুমায়ুন কবীর ঘোষণা করলেন, আগামী ২২ তারিখ বহরমপুর টেক্সটাইল মোড়ে তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। তবে এদিন মঞ্চে রাজনীতি নয়, শুধুই বাবরি মসজিদ নিয়ে কথা বলেন তিনি। তাঁর দাবি, বাবরি মসজিদ হবেই, কেউ তা আটকাতে পারবে না। এটা মুসলিম সমাজের সম্মান ও আত্মমর্যাদার লড়াই।
তিনি আরও জানান, শুধু মসজিদ নয়, তার চারপাশে তৈরি হবে হাসপাতাল, স্কুল, হেলিপ্যাড, পার্ক, হোটেল—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ আধুনিক কমপ্লেক্স। এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/27/1000111780.jpg)
এক বছর আগে তিনি এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। নানা টানাপোড়েন, বিতর্ক ও চাপের মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন হুমায়ুন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। মুর্শিদাবাদের বেলডাঙায় স্থাপিত হল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একে অপরকে কোলাকুলি করেন। হুমায়ুনের মুখে তখন চওড়া হাসি, যেন এক স্বপ্নপুরণের মুহূর্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us