“রাজ্যের টাকায় মসজিদ নয়”—বেলডাঙায় হুমায়ুন কবীরের শিলান্যাস ঘিরে উত্তেজনা তুঙ্গে

মুর্শিদাবাদের রেজিনগরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আজ ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস করবেন। রাজ্যের টাকায় মসজিদ নয়—তাঁর বক্তব্য ঘিরে চাঞ্চল্য।

author-image
Tamalika Chakraborty
New Update
humayun kabir .jpg

নিজস্ব সংবাদদাতা:  মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগরের মাঝে আজ বাবরি মসজিদের শিলান্যাস করবেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সকালেই তিনি সভাস্থলে পৌঁছন। হুমায়ুনের দাবি, তিনি রাজ্য সরকারের টাকায় মসজিদ তৈরি করবেন না, এতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে বলে তাঁর মত। তিনি জানান, তিন কাঠা জায়গা নিয়ে যতই বিতর্ক হোক, তাঁরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করতেই চলেছেন। পরিকল্পনা অনুযায়ী ২৫ বিঘে জমির উপর মসজিদের পাশাপাশি হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক ও গেস্ট হাউস তৈরি হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরের মানুষই দেবেন বলে বলেন হুমায়ুন কবীর।

৬ ডিসেম্বর রেজিনগরের মরাদিঘীর মাঠে বড় সভা করবেন তিনি। সেখান থেকেই শিলান্যাস হবে বলে তাঁর ঘোষণা। গতকাল তিনি ছেতিয়ানির সেই জমিও ঘুরে দেখেছেন। তাঁর অনুগামীরা ইতিমধ্যেই শিলান্যাসের ব্যানার টাঙাতে শুরু করেছেন, যেখানে আয়োজক হিসেবে হুমায়ুনের নাম স্পষ্টভাবে দেওয়া রয়েছে।

humayun kabir aas

২৫ বিঘে জমির উপর মসজিদ, ইসলামিক হাসপাতাল ও হেলিপ্যাড তৈরির পরিকল্পনা ঘিরে এলাকায় তৎপরতা বাড়লেও রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠছে। কংগ্রেসের অভিযোগ, গঙ্গা ভাঙন-সহ গুরুতর সমস্যা এতদিনেও সমাধান হয়নি, অথচ ভোটের মুখে ধর্মীয় ইস্যু সামনে এনে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে।

রেজিনগর ও বেলডাঙা জুড়ে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। হুমায়ুন কবীর সাসপেন্ড হওয়ার পর থেকেই আরও একরোখা মনোভাব দেখাচ্ছেন বলে দাবি রাজনৈতিক মহলের। আজ শিলান্যাস ঘিরে প্রশাসন ও স্থানীয় মানুষ—উভয়ের চোখ রেজিনগরের দিকেই।