New Update
/anm-bengali/media/media_files/mgaDzYF4L5DtCZ1pMQ2M.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : সোমবার সকালে সিটি সেন্টারের কবিগুরুতে একটি মিনিবাসের সাথে অটোর সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় অটোচালক নিজাম শেখ। আহত অটোচালকের বাড়ি দুর্গাপুরের সগরভাঙ্গায়। এ -জোন রুটের বাসের সাথে অটোর ধাক্কা লাগে। ঘটনাস্থলে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এসে আহত অটোচালককে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায়। সেখান থেকে ওই অটোচালককে ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার জেরে ভেঙে চুরে গেছে অটোটি। মিনি বাসটি আটক করেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us