New Update
/anm-bengali/media/media_files/Wy7QMrjuUbGKJQrK2HFQ.jpg)
নিজস্ব সংবাদদাতা: একদিন আগেই মনোরঞ্জন ব্যাপারী দলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন। নিরাপত্তা ছাড়া তিনি নিজের এলাকায় যাবেন না বলেও জানিয়েছিলেন। তারপরেই বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দফতরে হামলা চালানো হয়। তিনি বলেন, "অবশেষে আমার আশঙ্কা সত্যি হল। রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালাল আমার জিরাটের কার্যালয়ের উপর। ভেঙে ফেলা হলো দরজা জানালা। ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি - দলীয় পতাকা। ভেবে দেখুন বলাগড়ের জনগণ, এঁরা কেমন দিদির প্রতি অনুরক্ত।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us