ঝাড়গ্রামে মুরগি নিয়ে চরম রক্তক্ষয়! বাবা ও ছেলে খুন, গ্রাম ছেয়ে শোকের ছায়া

মুরগী নিয়ে বচসার জেরে বাবা ও ছেলের খুন করল প্রতিবেশী।

author-image
Tamalika Chakraborty
New Update
COVER (9)

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের সিংদুই এলাকায় মুরগিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এতে মৃত্যু হয়েছে বাবা স্বরূপ নায়েক (৫১) ও তাঁর ছেলে অজয় নায়েক (২৫)। ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দু’দিন আগে একটি মুরগি নিখোঁজ হয়। এর জেরে স্বরূপ ও অজয়ের আত্মীয়রা বাবলু নায়েক ও সুরিয়া প্রামাণিক তাঁদের বাড়িতে চড়াও হয়। প্রথমে পরিস্থিতি শান্ত থাকলেও মঙ্গলবার কথা কাটাকাটি ও বচসার সময় দুই অভিযুক্ত ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়।

dead

ঘটনাস্থলেই মারা যান স্বরূপ নায়েক। গুরুতর আহত অজয় নায়েককে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয়।

গ্রামবাসীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার পর রাতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মুরগিকে কেন্দ্র করে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড, যা সিংদুই গ্রামে দুঃখ ও আতঙ্ক ছড়িয়েছে।