রাজ্যে ফের বোমা বিস্ফোরণ, এবার দুর্গাপুর- পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ

পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ।

author-image
Aniket
New Update
d

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুরের ফরিদপুর থানার আরতী গ্রামের বানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মজুত থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, ওই পরিত্যক্ত বাড়ির টিনের ছাদ উড়ে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা আরতী গ্রামে। উল্লেখ্য শাসকদলের শ্রমিক সংগঠন INTTUC র নেতা সেখ আফজলের বাড়ির পাশের পরিত্যক্ত ঘরেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল রবিবার সকাল ৬ টায়। স্থানীয় সূত্রে এমনটাই জানা গেছে। উল্লেখ্য, এই আরতী গ্রাম এর আগে বহুবার রাজনৈতিক ভাবে সংঘর্ষ আর তার জেরে উত্তপ্ত হয়েছে। এই গ্রামের শাসকদলের একাধিক গোষ্ঠী বারবার নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িয়েছে। যদিও উল্লেখযোগ্য ভাবে রাজ্যে ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের অনেক আগেই পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গিয়েছিল। ২০১১ সালের আগেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়লাভ করেছিলেন। বিগত বাম সরকারের সময়কাল থেকেই এই গ্রামের সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছিল।

পরে রাজনৈতিক পালা বদলের পর শাসকদলের একাধিক গোষ্ঠী গড়ে ওঠে এই গ্রামে। এই গ্রামের পাশেই রয়েছে অন্ডাল বিমান নগরী। সেই বিমান নগরীতেও গ্রামের কোন নেতার আধিপত্য থাকবে? তা নিয়েও চাপা উত্তেজনা দীর্ঘদিন ধরে। এছাড়াও বিমান নগরী লাগোয়া জমির সিন্ডিকেটের দখল কাদের হাতে থাকবে তা নিয়েও আরতী গ্রাম বারংবার উত্তপ্ত হয়েছে। কিন্তু আরতী গ্রামের বানপাড়ার এই পরিত্যক্ত ঘরে কে বা কারা বোমা রেখেছিল? তাদের উদ্দেশ্যই বা কি ছিল? এই গ্রামের বেশ কয়েকজন নেতার রাতারাতি ফুলেফেঁপে ওঠা নিয়েও দলের অন্দরে প্রশ্ন উঠেছে। শাসকদলের শ্রমিক সংগঠনের এক নেতার রাতারাতি বিলাসবহুল গাড়ি, জমি, বাড়ি কিভাবে হল? তা নিয়েও তৃণমূল কংগ্রেসের ওই এলাকার কর্মী সমর্থকরা বারংবার প্রশ্ন তুলেছেন। রবিবার আরতী গ্রামের বানপাড়ার পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায়  চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।