New Update
/anm-bengali/media/media_files/2iWwUVhmTFjNVsBwPvLT.jpg)
নিজস্ব সংবাদদাতা: আমডাঙায় দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের পরলৌকিক কাজে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় রফিকুর রহমানকে। প্রসঙ্গত, আমডাঙার পঞ্চায়েত প্রধানকে ভরা হাটে বোমা মেরে হত্যা করা হয়। ঘটনার পর থেকে তীব্র চাঞ্চল্য ছড়ায়। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা।