/anm-bengali/media/media_files/2025/09/06/whatsapp-image-2025-09-06-at-6-2025-09-06-19-44-49.jpeg)
GARBETS
নিজস্ব সংবাদদাতা : গড়বেতা-৩ ব্লকের বুড়ামারা এলাকায় ''আমাদের পাড়া,আমাদের সমাধান'' কর্মসূচিতে প্রায় দু'হাজার মানুষের সমাগম হল। এছাড়াও আদিবাসী,মূলবাসী সমাজের মানুষের সুবিধার্থে প্রথমবার ব্যবহার করা হল দোভাষী। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার গড়বেতা -৩ ব্লকের সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের, বুড়ামারা এলাকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য্য-সহ, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/06/whatsapp-image-2025-09-06-at-2025-09-06-19-44-24.jpeg)
গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে এদিন এলাকার মানুষ রাস্তা, আইসিডিএস (ICDS) কেন্দ্র সংস্কার, আলো, নিকাশি-সহ একাধিক সমস্যার কথা জানান। একই সঙ্গে মানুষের সুবিধার জন্য অনুবাদক হিসেবে একজনকে রাখা হয়েছিল। যিনি প্রশাসনের আধিকারিকদের কথা স্থানীয় ভাষায় মানুষের সামনে তুলে ধরেন। এদিন জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন,''মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি শিবিরে প্রচুর পরিমাণে মানুষ আসছেন।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us