'আমাদের পাড়া-আমাদের সমাধান'- সূচনাতেই ভিড়

দুয়ারে সরকারের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান। শুরুর দিনেই ভিড় সাধারন মানুষের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-02 4.33.27 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় 'আমাদের পাড়া আমাদের সমাধান' এর শিবির বসলো।এই শিবিরে উপস্থিত রয়েছেন খোদ বিডিও থেকে শুরু করে ব্লক প্রশাসনের সমস্ত আধিকারিকেরা।মূলত এলাকার রাস্তাঘাট পানীয় জল একাধিক সমস্যা নিয়ে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ।এমনই একটি শিবিরের সূচনা হল চন্দ্রকোনার বেলগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে।

এলাকার মানুষজন ভিড় জমিয়েছেন শিবিরে।শিবিরে আসা কেউ জানাচ্ছেন তাদের গ্রামের রাস্তা হয়নি,রাস্তার প্রয়োজন তাই এসেছি।দুয়ারে সরকার শিবিরে আবেদন করেও হয়নি তাই এই শিবিরে এসেছি।আবার কেউ জানাচ্ছেন,তাদের এলাকায় যে বাজার রয়েছে সেই বাজারে কোনো শৌচাগার নেই,এতে সমস্যায় পড়তে হয় বাজারের পুরুষ মহিলা ব্যবসায়ীদের।যাতে বাজারে একটি শৌচাগার হয় তারজন্য শিবিরে আবেদন করতে আসা।এলাকায় বিদ্যুতের লোডশেডিং নিয়েও কেউ কেউ এই শিবিরে তাদের অভিযোগ জানাতে হাজির।ব্লকের বিডিও উৎপল পাইক জানান,ব্লকের প্রতিটি বুথে এই শিবির হবে,বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে এই শিবির শুরু হয়েছে।মানুষ তাদের সমস্যা নিয়ে আসছে,আবেদন অভিযোগ রেজিষ্ট্রেশন হচ্ছে,মানুষ তাদের এলাকার সমস্যা সমাধানে মতামতও জানাচ্ছেন।মানুষের ভালোই সাড়া মিলছে।"