New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২নং ব্লকের ৫/১ কালিয়াড়া গ্রাম পঞ্চায়েত এর মেউদিপুর ১নং, মেউদিপুর ২নং এবং দুর্গাপুর বুথে মেউদিপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের অভিনব প্রয়াস ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ কর্মসূচী। উপস্থিত ছিলেন বিডিও সুব্রত ঘোষ, জয়েন্ট বিডিও দীপঙ্কর রায়, প্রধান চরণ কিস্কু, উপপ্রধান মুসলেম আলী, আধিকারিক ভাস্কর সরকার, নিতাই মন্ডল, হৃদয় সিং সহ আরও অনেকে। উক্ত শিবির ইনচার্জের দায়িত্বে ছিলেন শ্রীমন্ত দিন্দা মহাশয়। শিবির চলে বিকেল ৩ টা পর্যন্ত। সর্বশেষে সুষ্ঠুভাবে পরিচালিত হয় ক্যাম্পটি। এতে খুব লাভবান হন এলাকার মানুষজন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-08-14-at-210652-2025-08-14-21-59-00.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us