'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের শুভ সূচনা

এই প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হলো শনিবার। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-02 2.55.40 PM

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যে নতুন প্রকল্প, 'আমাদের পাড়া, আমাদের সমাধান', এই প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হলো শনিবার। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের কুমারসাণ্ডা হাইস্কুলে প্রকল্পের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীর, ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধকান্ত মাইতি, জেলাপরিষদ কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা ব্লকের তিন কর্মাধ্যক্ষ শিতেষ ধাড়া, সাবির আলি, মৌসুমি মণ্ডল, এলাকার প্রধান জগন্নাথ মুলা এবং সর্বোপরি যার তত্ত্বাবধানে সমগ্র কর্মসূচীটি সুন্দরভাবে পরিচালিত হয়েছে ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি ও জয়েন্ট বিডিও সহ পুরো টিম।

ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি জানান,  "'আমাদের পাড়া, আমাদের সমাধান' এই কর্মসূচির মাধ্যমে আরো মানুষের সমস্যার কাছে পৌঁছে যাওয়া, এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা ভালো উদ্যোগ। ২ আগস্ট থেকে আমরা শুরু করেছি এই কর্মসূচি এবং ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। প্রত্যেকটা ওয়ার্ডেই, হবে এই কর্মসূচি।