রণক্ষেত্র, সকলের সামনে পুড়ে ছাই হয়ে গেল বিজেপির মঞ্চ

সোমবার দুপুরে বিজেপির মঞ্চ কার্যত ভস্মীভূত হয়ে গেল। অভিযোগ, তৃণমূল আশ্রিত গুণ্ডারা প্রথমে বিজেপির সভায় ভাঙচুর করে। তারপর সেখানে আগুন লাগিয়ে দেয়।

New Update
patashpur edit .jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপির মঞ্চ পোড়ানোর অভিযোগে উত্তপ্ত পটাশপুর। আগামী ২৯ নভেম্বর বিজেপির ডাকে 'কলকাতা চলো' কর্মসূচির সমর্থনে সোমবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের পাটনা ২৪২ নং বুথে সভা হওয়ার কথা ছিল। এই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপি নেতৃত্বের। বিকাল ৩ টায় শুরু হওয়ার ছিল সভার। কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা আগে সোমবার দুপুর নাগাদ সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে প্রথমে মঞ্চ ভাঙচুর করে। তারপর আগুন লাগিয়ে দেয় মঞ্চে। দিনের আলোয় দাউদাউ করে জ্বলে উঠল বিজেপির সভা মঞ্চ। কার্যত আগুনে ভস্মীভূত  হয়ে গেল গোটা মঞ্চটি। বিজেপি নেতৃত্বের আরো অভিযোগ এলাকারই এক সিভিক ভলেন্টিয়ার অনুপ বেরা এই ঘটনার সঙ্গে যুক্ত। ওই সিভিকের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে বলে এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতৃত্বরা। ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ।