মুম্বই পুলিশের নাম করে সাইবার প্রতারণা! খোয়া গেল ৩৩ লক্ষ টাকা

এবার মুম্বই পুলিশের নাম করে সাইবার প্রতারণার অভিযোগ উঠল। তমলুকের এক যুবক এই প্রতারণার শিকার হয়েছে। তাঁর ৩৩ লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

New Update
cyber

নিজস্ব সংবাদদাতা: মুম্বই পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে সাইবার প্রতারণা। প্রায় ৩৩ লক্ষ  টাকা খোয়া গেছে তমলুকের পদুমবসানের আচার্য পাড়ার এক যুবকের। যুবকের নাম শুভজিৎ মিশ্র। একটি বেসরকারি সংস্থার কর্মী ওই যুবক। বিদেশে মাদক পাচার -সহ আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত বলে ফোন করে ভয় দেখানো হয় তাঁকে। তদন্তের স্বার্থে নানান তথ্য জানতে চাওয়া হয় তাঁর থেকে। মামলায় নাম জড়িয়ে যাওয়ার ভয়ে প্রাথমিক ভাবে প্রতারকের দাবির সত্য-মিথ্যা যাচাই না করে তিনি তাঁদের কথা মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য -সহ মোবাইলে আসা ওটিপি দিয়ে বসেন। অভিযোগ তারপরই কৌশলে প্রি-অ্যাপ্রুভড লোনের ২০ লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিট- সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ১৩ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। ঘটনার বিষয়ে ডিসেম্বব তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবক। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত জালিয়াতদের খোঁজ পায়নি পুলিশ। উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকাও।