'বেহারা' বিজেপি নেত্রী! ব্যাকফুটে অভিষেক বন্দ্যোপাধ্যায়

লকেট চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, "শ্রীরূপা মিত্র চৌধুরীর উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় জঘন্য আক্রমণ করেছেন, 'বেহায়া' বলে গালিগালাজ করেছেন, এই ধরনের শব্দ দৈন্যতাকে প্রকাশ করে।"

author-image
Tamalika Chakraborty
New Update
locket chaterjee rt.jpg


নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তীব্র ভাষায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, "শ্রীরূপা মিত্র চৌধুরীর উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় জঘন্য আক্রমণ করেছেন, 'বেহায়া' বলে গালিগালাজ করেছেন, এই ধরনের শব্দ দৈন্যতাকে প্রকাশ করে। এই আচরণ অসম্মানজনক এবং তার দলের মূল্যবোধ সম্পর্কে কথা বলে। "

Abhishek new.jpg

 tamacha4.jpeg